মায়ের মত জগৎ সংসারে
হয়না আর কেউ,
আগলে রাখেন সন্তানেরে
সয়ে কষ্টের ঢেউ!
সন্তানের সকল কষ্ট মা
আঁচলে চায় মুছতে,
নিজে শত কষ্ট পেলেও
মা যে দেয়না বুঝতে!
তুমি আমার প্রথম সকাল
শেখানো বর্ণমালা,
তুমি ছাড়া কে জুড়াবে বল
এই বুকের জ্বালা!
তুমি আমার অস্তিত্ব মাগো
কেমনে শুধিবো ঋণ
তুমিতো আমার পৃথিবী মা
আলোকিত প্রতিদিন।
তুমি ছাড়া এক অনাথ আমি
ভীষণ একলা একা,
তোমাকে ছাড়া থাকেনা ভাল
তোমার যাদু খোকা।
The post অস্তিত্বে মা/রুদ্র অয়ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YOt17T
No comments:
Post a Comment