Monday, May 25, 2020

করোনা: আমেরিকায় মৃত্যু ৭০০ কম এক লাখ https://ift.tt/eA8V8J

কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।আক্রান্ত ও মৃত্যু উভয় পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। করোনায় মৃত্যু প্রায় এক লাখ ছুঁই ছুঁই।
করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বিকাল ৪ টা পর্যণন্ত যুক্তরাষ্ট্রে মোট ৯৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৮ হাজার ৪৩৬ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৭০২ জন।আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৫১ হাজার ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৬৩৮ জনের মৃত্যু হয়েছে, যা দীর্ঘ এক মাসের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৭ হাজার ৬৮৬ জন, যা দেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ।
চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ২০ হাজারের বেশি মানুষের শরীরে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪১ হাজার ৫৪৫ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ; মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার। সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৮ হাজার।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৩ লাখ ৬৪ হাজার। তৃতীয়স্থানে রাশিয়া, ৩ লাখ ৪৪ হাজার।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৬১ হাজার ছুঁই ছু্ঁই। পঞ্চমস্থানে স্পেন ২ লাখ ৩৫ হাজার। ছয় হাজার আক্রান্ত কম নিয়ে ষষ্ঠস্থানে ইতালি।
মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৬ হাজার ৮০০। তৃতীয়স্থানে ইতালি ৩২ হাজার ৭০০।
চতুর্থস্থানে আছে স্পেন, ২৮ হাজার ৭০০। চারশোর মতো মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। ষষ্ঠস্থানে আছে ব্রাজিল ২২ হাজার ৬০০।
ভারতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫০০; মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার।

The post করোনা: আমেরিকায় মৃত্যু ৭০০ কম এক লাখ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3d1umMZ

No comments:

Post a Comment