Tuesday, May 12, 2020

সাতক্ষীরায় ভূমি অফিস ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ https://ift.tt/eA8V8J

করোনা পরিস্থিতির মধ্যেও হচ্ছে সাতক্ষীরা সদর ভূমি অফিস ভবন নির্মাণ কাজ। নি¤œমানের নির্মাণ সামগ্রীসহ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সিডিউল না মেনে কোন তদারকি ছাড়াই লকডাউনের মধ্যে চলছে নির্মাণ কাজ। এভাবে ভবনটি নির্মাণ করা হলে বড় ধরনের বিপদের আশংঙ্খা করছে সাতক্ষীরার সচেতন মহল। ভুমি মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরা গণপূর্ত বিভাগ’র বাস্তবায়নে ২কোটি ২৩ লক্ষ ৪১ হাজার ২শ’ ৯৪.৪৩৬ টাকা ব্যয়ে ছয়তলা ভিত বিশিষ্ট দ্বিতীয়তলা সদর ভূমি অফিস ভবন নির্মাণ করা হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান যশোর’র সনেক্স এন্টারন্যাশনাল ইজিপি টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়ে লকডাউনের মধ্যে তড়িঘড়ি করে নির্মাণ কাজ শুরু করে। করোনার সংক্রমণ রোধে মানুষ যখন গৃহবন্দী কেউ নির্মাণ কাজ তদারকি করার কেউ নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি অর্থ লোপাটে ব্যস্ত ঠিকাদার প্রতিষ্ঠান। সরেজমিনে গিয়ে দেখা গেছে কোন প্রকৌশলী নেই ঠিকাদার নেই অথচ নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের দেখভাল করার ওয়ার্ক এ্যাসিসট্যান্ট লকডাউনে বাগেরহাটের রামপালে অবস্থান করছেন। অথচ নির্মাণ কাজ থেমে নেই। এব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে করোনা পরিস্থিতির মধ্যে যোগাযোগ করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এধরনের অনিয়ম দুর্নীতির মাধ্যমে ভবনটি নির্মাণ হলে বড় ধরনের জীবননাশসহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছে সাতক্ষীরার সচেতন মহল। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরায় ভূমি অফিস ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WMeU0h

No comments:

Post a Comment