পাকিস্তানে সন্ত্রাসীদের হাতে নিহত মার্কিন সাংবাদিক ডানিয়েল পার্লকে হত্যায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড বাতিল করে খালাস দেয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে পাক আদালতে পুনরায় আপিল করেছেন পার্লের পিতামাতা। ২০০২ সালে ইসলামপন্থী জঙ্গিদের বিষয়ে তদন্ত করতে পাকিস্তানে এসেছিলেন পার্ল। তখন করাচি থেকে অপহরণ করে নেয়া হয় এই মার্কিন সাংবাদিককে। এরপর তাকে হত্যা করা হয়। তাকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয় ৪ জনকে। গত মাসে করাচির একটি আদালত তাদেরকে মুক্তি দেয়। এর মধ্যে প্রধান আসামীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল।
কিন্তু তার মৃত্যুদণ্ডও বাতিল হয়ে যায়। এই রায় বিশ্বজুড়ে পাকিস্তানের বিচার বিভাগ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। পার্ল ছিলেন মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এশিয়া মহাদেশ বিষয়ক প্রধান। তাকে হত্যার পর সেই ভিডিও মার্কিন দূতাবাসে পাঠানো হয় এক মাস পরে। তবে এবার হত্যাকারীদের মুক্তির বিরুদ্ধে লড়তে চান নিহত সাংবাদিকের বাবা-মা। এক ভিডিও বার্তায় পার্লের পিতা জুদেয়া পার্ক বলেন, আমরা পাকিস্তানের হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছি। আমরা আমাদের সন্তানের জন্য সুবিচার আশা করি। তবে এটি পাকিস্তানিদের জন্যও। যাতে তারা একদিন সন্ত্রাসমুক্ত একটি দেশে নিজেদের সন্তানকে বড় করার সুযোগ পেতে পারে।
The post পাকিস্তানে মার্কিন সাংবাদিক ডানিয়েল পার্ল হত্যাকারীদের খালাস: রায়ের বিরুদ্ধে আপিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2VZpd1P
No comments:
Post a Comment