প্রাণঘাতি করোনা ভাইরাসে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকনের স্ত্রীকে আইসিইউতে নেয়া হয়েছে। গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিক খোকনের স্ত্রীকে রোববার রাতে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে তাকে অক্সিজেন ও নেবুলাইজার দেয়া হচ্ছে। তার জ্ঞান আছে। তিনি ভালো আছেন।
তারিক শিবলী বলেন, সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টটি গত শুক্রবার আমরা পেয়েছি।
সেই রিপোর্টে তাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি সেদিনই সাংবাদিক খোকনের স্ত্রী ও তার ছেলেকে জানানো হয়েছে। আগে থেকেই তাদেরকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিল।
The post প্রয়াত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SOhwK3
No comments:
Post a Comment