শ্যামনগর: বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগরে সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারসহ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. ন. ম আবুজর গিফারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় মুখে মাস্ক ব্যবহার না করায় হকার, ব্যবসায়ীসহ ১০জনকে ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার ও জন সমাগম এড়িয়ে চলার জন্য সবাইকে পরামর্শ দেন এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।
দেবহাটা: দেবহাটায় মাস্ক পরায় উদ্ভুদ্ধ করণ ও ভ্রাম্যামাণ আদালতে জরিমানা করলেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষে দেবহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর মোড়, সখিপুর বাজার, পারুলিয়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নির্বাহী অফিসারের কার্যালয়ের আত্তাবুজ্জমান এবং থানা পুলিশের সদস্যরা।
আশাশুনি: আশাশুনিতে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় আশাশুনি বাজারের আজিজুল ইসলাম, সরজিত, মানবেন্দ্রকে ৫০০ টাকা। রনজিত, আমিরুল ইসলামসহ আরো একজনকে ৫০০ টাকা। আমিরুল, মহাসিন ও মোজাম্মেলকে ১০০০ টাকা। মোতাহার হোসেন ও রবিউল ইসলামকে ২০০ টাকা। নাসির ও তামিমকে ৫০০ টাকা। বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের মকবুল হোসেনের ছেলে রবিউল ইসলামকে ১০০০ টাকা, মালেক সরদারের ছেলে শরিফুল ইসলামকে ১০০০ টাকা, শাহরিয়ার নাফিস ও শাহাবুদ্দীনকে ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এসময় জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়া: বৃহস্পতিবার (১ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন স্থানে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘কলারোয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করার কারণে দুটি গণপরিবহন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক না পরার কারণে কয়েকজনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।’
এদিকে, সাধারণ মানুষের মাঝে বুধবার বিনামূল্যে মাস্কও বিতরণ করেন উপজেলার শীর্ষ এই সরকারি কর্মকর্তা। একই সাথে জনসচেতনা বৃদ্ধিতে মানুষকে উদ্বুদ্ধ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির প্রমুখ।
The post বিভিন্নস্থানে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fz0qfi
No comments:
Post a Comment