সাতক্ষীরার কলারোয়ায় ফিরোজ হোসেন মিলন (৩৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার মাহফুজ ইমরান জানান-তার হাসপাতালে ফিরোজ হোসেন নামে ওই যুবক বিষপান করে ৩১মার্চ দুপুর ১২টার দিকে জরুরি বিভাগে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় সে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মৃত্যু বরণ করেন। অরদিকে কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে মর্জিনা খাতুন নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দামুদারকাটি গ্রামের আশরাফুলের স্ত্রী।
মঙ্গলবার রাতে সে বাড়ীর সকলের অজান্তে বিষপান করে বলে জানা গেছে। বুধবার ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-উভয় ঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি:
The post কলারোয়ায় বিষপানে এক যুবক ও এক গৃহবধুর আত্মহত্যা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fvzyN6
No comments:
Post a Comment