দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া মৎস্য সেডের আশেপাশের এলাকা ভারতীয় গলদা রেনু বিক্রির নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে চোরাকারবারি চক্র। গত কয়েকদিন যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত নদী ইছামতি থেকে চোরাই পথে পার হয়ে এই সমস্ত এলাকায় দেশীয় গলদা রেণুর আদলে ভারতীয় রেণু বিক্রি করছে। বৃহস্পতিবার এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসআই হাফিজুর রহমান ৪৪টি পলিথিনের বড় বল ভর্তি ভারতীয় গলদা রেণুসহ ৪জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃতদেরকে আদালতের মাধ্যম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া মৎস্য সেডে বিগত কয়েকদিন বা মাস যাবৎ ভারতীয় গলদা রেণু বিক্রি হচ্ছে বলে খবর ছিল। এই সিন্ডিকেটটিকে ধরার জন্য গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হাফিজুর রহমান ২২-০৪-২০২১ তারিখ দেবহাটা থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের কুলিয়া আশুমার্কেট নামক স্থানে তিন রাস্তার মোড়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের উপর থেকে ৪৪টি ভারতীয় গলদা রেণুর পলিথিনের বড় বলসহ চারচাকা বিশিষ্ট পিকআপ আটক করা হয়। এসময় ৪জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দ সরকারের ছেলে পরিমল সরকার (৩৫), একই উপজেলার খগেন কুমারের ছেলে হারাধন (৪৫), একই উপজেলার সোবহান মোড়লের ছেলে সাগর হোসেন (৩০) ও একই উপজেলার ইয়াছির আরাফাতের ছেলে মেহেদী হাসান। তাদের বিরুদ্ধে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় ৯নং মামলা দায়ের করেছেন। ওসি বিপ্লব কুমার সাহা জানান, দীর্ঘদিন এই চক্রটি কুলিয়া এলাকায় ভারতীয় গলদা রেণু এনে বিক্রি করছে। এতে দেশীয় রেণু ক্ষতিগ্রস্ত হচ্ছে।
The post দেবহাটায় পুলিশের হাতে ৪৪টি পলিথিনের বড় বলসহ ৪জন আটকের ঘটনায় মামলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gAmLcE
No comments:
Post a Comment