নিজস্ব প্রতিনিধি: শপথ নিলেন কলারোয়া পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিগণ। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ওই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাধারণ ওয়ার্ডের ৯জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৩জন কাউন্সিলর শপথ নেন। শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, শ্রমিক নেতা রবিউল মল্লিকসহ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
The post শপথ নিলেন কলারোয়া পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিগণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sKr0ph
No comments:
Post a Comment