Wednesday, April 21, 2021

কালিগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল মজিদ গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে বিয়ের প্রলোভনে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজ আব্দুল মজিদ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষক আটক হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শওকত গাজীর ছেলে ও কালিগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

থানা সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মজিদ শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ১৭ এপ্রিল বিকেলে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কালিগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় নিয়ে আসেন।

এরপর রাত ৯ টার দিকে ওই ছাত্রীকে শিক্ষকের শয়নকক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরদিন ১৮ এপ্রিল সকালে ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে মোটরসাইকেল যোগে কালিগঞ্জের গড়ের হাট নামকস্থানে নামিয়ে দিয়ে আসে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০ টার দিকে উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে হাফেজ আব্দুর মজিদকে আটক করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (২১ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

The post কালিগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল মজিদ গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xeYYoA

No comments:

Post a Comment