Friday, April 23, 2021

লকডাউনে সাতক্ষীরায় দিনমজুর মানুষের মানবেতর জীবন যাপন: ত্রাণের দাবি https://ift.tt/eA8V8J

সেলিম হোসেন: কোভিড-১৯ করোনা সংক্রমন বৃদ্ধির কারণে লকডাউন চলছে সারাদেশে। দেশের সব জেলায় জরুরী সেবা ছাড়া সব ধরণের দোকানপাট, দুরপাল্লা গণপরিবহন ও সরকারি বে-সরকারি অফিস বন্ধ রাখার ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সূত্র জানায়, সাতক্ষীরায় ২২ লাখ মানুষের মধ্যে বেশিভাগ মানুষ দিনমজুর কাজ করে জীবিকা নির্বাহ করে। অনেকেই দুরপাল্লার গণপরিবহন, মোটরভ্যান, ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, আলমসাধু, ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অনেকেই চা পানসহ বিভিন্ন দোকানে, হোটেল রেস্তরাঁয় শ্রমিক হিসেবে কাজ করে। অনেকেই আবার দিনমজুর কাজ করে সংসার চালায়। অনেকেই ব্রাক, কারিতাস, গ্রামীন, আদ্-দ্বীন, ইসলামী সমিতি, জাগরণী, আশা, ঢাকা আহ্সানিয়া মিশন, নবজীবন, ঋশিল্পীসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সাধারণ ব্যবসা, পশু পালন ও মোটরযান কিনে আয় করে সংসার চালায়।
কিন্তু এই মহামারি করোনার কারণে সব কিছু বন্ধ থাকায় তারা এখন মানবেতর জীবন যাপন করছেন। দিনমজুর শ্রেণির মানুষের আয়ের উৎস এক প্রকার বন্ধ। ফলে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। অনেকে এনজিও ঋণের কিস্তি দিতে চরম বিপাকে পড়েছে।
প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে ত্রাণের দাবি ও এনজিও কিস্তির টাকা আদায় বন্ধের জোর দাবি জানিয়েছেন কর্মহীন দিনমজুর মানুষ।

The post লকডাউনে সাতক্ষীরায় দিনমজুর মানুষের মানবেতর জীবন যাপন: ত্রাণের দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dKOUw3

No comments:

Post a Comment