উপকুলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারের সামনে পানি উন্নয়ন বোর্ডের ৫ নম্বর পোল্ডারের ভাঙ্গন কবলিত পাউবো রাস্তা কেটে পাইপ বসানোর কাজ করা হচ্ছে।
বিষয়টি শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীনকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
কিছুদিন পূর্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী পাউবো’র উপরের সকল নাইনটি তোলার নির্দেশ দিলেও সে নির্দেশ অমান্য কর দালাল চক্রের মাধ্যমে বহাল তবিয়াতে অবৈধ নাইনটি বসানোর কাজ করা হচ্ছে।
ভাঙ্গন কবলিত স্থানে অবৈধ নাইনটি বসানোর সাথে যুক্ত ব্যক্তি স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম দম্ভোক্তি করেই জানান পাওবোর সকল কর্মকর্তাকে অবহিত করে রাস্তা কেটে নাইনটি বসাচ্ছি।
গত ৩১ মার্চ বুড়িগোয়ালীনির দুর্গাবাটি গ্রামে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়। নষ্ট হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ। সামনে আসছে। প্রবল জোয়ার। তারপূর্বেই যদি এভাবে রাস্তা কেটে নাইনটি বসিয়ে লোনা পানি তোলা হয় তাহলে বাঁধ আবারও ভেঙ্গে প্লাবিত হবে। বুড়িগোয়ালীনি দুর্গাবাটিসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে নষ্ট হবে কাঁকড়ার প্রজেক্ট, মিষ্টি পানির উৎস, মৎস্য সম্পদসহ ঘর বাড়ি।
স্থানীয় রুস্তুম আলী বলেন, এ জায়গা ভাঙ্গন কবলিত। পাউবোর রাস্তা কেটে যেভাবে নাইনটি বসিয়ে লোনা পানি উঠাচ্ছে প্রবল জোয়ারের সময় আবার পুনারায় বাঁধ ভেঙ্গে যাবে। দ্রুত যদি নাইনটি না তুলে নেওয়া হয় তাহলে ওয়াপদা ভেঙে যাবে।
রবীন্দ্র নাথ মুল্লিকসহ অনেকে বলেন, ওয়াপদার রাস্তা কেটে পাইপ দুরে না দেওয়ার কারণে প্রতিবছর রাস্তা ভাঙে। রাস্তা কেটে যেভাবে নাইনটি বসাচ্ছে তা এক্ষণি ভেঙে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীন বলেন, আমি নাইনটি বসানো বন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিসহ আরো অনেকের অনেকের অনুরোধের কারণে এলাকাবাসীর চিংড়ি চাষের স্বার্থে সুযোগটা দেওয়া হয়েছিল। ভাঙ্গনের আশঙ্ক থাকলে ক্লোজ করে দেব।
The post কলবাড়ীতে ভাঙ্গন এলাকায় বেড়িবাঁধ কেটে বসানো হচ্ছে পাইপ, ফের ভাঙ্গনের আশঙ্কা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2QW8Y5w
No comments:
Post a Comment