Friday, April 23, 2021

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ২০০তম ফুড ব্যাংক ইভেন্ট https://ift.tt/eA8V8J

ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে কাজ করে চলছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ফুড ব্যাংক। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২০০তম ফুড ব্যাংক ইভেন্ট অনুষ্ঠিত হয়। সারা দেশের সকল জেলা শাখার ন্যায় সাতক্ষীরা জেলাতেও অনুষ্ঠিত হয় ফুড ব্যাংকের ২০০তম ইভেন্ট। শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন পয়েন্ট ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক দিলিপ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার পরামর্শক এসএম বিপ্ল¬ব হোসেন ও দীপন বিশ্বাস। স্বপ্নযাত্রী সাতক্ষীরার স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন সৌম, হৃদয়, উজ্জল, সিমান্ত, হিমেল, মুনতাসির, দেবমাল্য, সুস্মিতা, ধ্রুব, আলম, সিমন্তী, রায়হান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ২০০তম ফুড ব্যাংক ইভেন্ট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3epHz4a

No comments:

Post a Comment