পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও শ্যামনগরে র্যাবের পৃথক অভিযানে চেকের মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগরের পানখালী গ্রামের মৃত. হারান মুন্ডার ছেলে প্রশান্ত মুন্ডা (৩৩) এবং সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ শাহাজান আলী (৪২)।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, শরিয়তপুর জেলার পালং থানার মামলা নং-১৫, তাং-১৪/১১/২০১৮, জিআর-৩২৭/১৮, ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী প্রশান্ত মুন্ডাকে শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় শ্যামনগরের পানখালী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে মাগুরা জেলার সিআর-৭৬১/২০(মাগুরা), ১৮৮১ সালের এনআই এ্যাক্টের ১৩৮ ধারা এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ শাহাজান আলীকে পায়রাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আসামীদের শ্যামনগর ও সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
The post সাতক্ষীরা ও শ্যামনগরে র্যাবের অভিযানে ২ জন পালাতক আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vlj9zD
No comments:
Post a Comment