Friday, April 23, 2021

কলারোয়ায় পাকা ধানের উপর দিয়ে ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে জখম https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় পাকা ধানের মধ্যে দিয়ে জোর পূর্বক ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক হামলা সংঘর্ষে কৃষক পুত্র আবু রায়হান (২২) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত আবু রায়হানকে সাতক্ষীরার সদর হাসাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এঘটনায় আহত আবু রায়হানের পিতা কৃষক জিয়াউল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় ৪জনকে আসামী করে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার বিবরণে কৃষক জিয়াউল ইসলাম জানান, গত ২২এপ্রিল বেলা দেড়টার দিকে রাশেদ ওরফে রাব্বি জোরপূর্বক তার পাকা ধানের ক্ষেতের মধ্যে দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার চেষ্টা করে। কৃষক পুত্র আবু রায়হান তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়।

বেলা আড়াইটার দিকে সন্ত্রাসী রাশেদ ওরফে রাব্বির নেতৃত্বে তানভীর, ইনছাফ আলী মোড়ল ও মশিয়ার মোড়ল কৃপারামপুর গ্রামস্থ মোফাজ্জেল হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর ওৎ পেতে থাকে। ওই স্থানে আমাদের বাপ-বেটাকে পেয়ে তারা গতিরোধ করে চারদিক থেকে ঘিরে ধরে।

এসময় ওই সন্ত্রাসীরা গাছিদা দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে। এতে কৃষক পুত্রের ঘাড়ে কোপ মেরে মারাক্তক জখম করে। এসময় কৃষক জিয়াউল ইসলাম তার ছেলেকে বাচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত করা হয়। এঘটনা উল্লেখ্য করে তিনি বাদী হয়ে শুক্রবার বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

The post কলারোয়ায় পাকা ধানের উপর দিয়ে ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dHHKZe

No comments:

Post a Comment