কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ করেছে। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ৮০ জন অসহায় নারী-পুরুষের মাঝে প্যাকেটভর্তি পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে ছিলো ৮ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান। “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”- শীর্ষক প্রতিপাদ্যে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে উপস্থিতিদের সুষম খাবারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ।
খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: জিয়াউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডা: অহিদুজ্জামান, প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, গোলাম সরোয়ার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেজোয়ান উল্যাহ প্রমুখ।
The post কলারোয়া সুবিধাবঞ্চিতদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2S29X4N
No comments:
Post a Comment