Thursday, April 22, 2021

নগরঘাটার সুমন কুমার দাশ বাঁচতে চায় https://ift.tt/eA8V8J

নগরঘাটা (পাটকেলঘাটা) প্রতিনিধি: সুমন কুমার দাশ। বয়স ৩৫ বছর। দীর্ঘ ৭বছর যাবত কিডনি রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে তাকে মাসে একবার ডায়ালিসিস করতে হতো। কিন্তু বর্তমান পর্যায়ে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করা প্রয়োজন হয়ে পড়েছে। সুমন কুমার দাশের বাবা সন্তোষ দাশ একজন দিনমজুর। এলাকাভিত্তিক সামান্য কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে তার দৈনন্দিন চিকিৎসা ও ডায়ালাইসিস কোনক্রমে চলে আসছে। বেঁচে থাকার জন্য আকুল মিনতি তার। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন কুমার দাশ।
ডাক্তারের ভাষ্যমতে এখনই যদি তার কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে সে আবার সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
সুমন কুমার দাশ জানান, ইতোমধ্যে তার মায়ের কিডনি তার সাথে ম্যাচিং হয়েছে বলে জানান চিকিৎসকরা। গাজী মেডিকেল থেকে তিনি ডায়ালাইসিস করান। প্রতিবার ডায়ালাইসিস করাতে ৩২ শ’ থেকে ৫ হাজার খরচ হয়। হতদরিদ্র বাবার পক্ষে সেই খরচ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সুমন দাশের মা রীতা দাশের কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা ও আগে পরে বিভিন্ন খরচ বাবদ ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মা রীতা দাশ জানান, আমার কিডনি দেওয়ার জন্য সকল পরীক্ষা সম্পন্ন করেছি। কিন্তু কিডনি প্রতিস্থাপনের খরচ যোগাতে না পারায় ছেলেটি আমার ধুকে ধুকে আজ মৃত্যু পথযাত্রী।
কোন সহৃদয়বান ব্যক্তি, কোন দাতা সংস্থা বা সরকারিভাবে যদি এই অসহায় তরুণ ছেলেটির জন্য চিকিৎসার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে বেঁচে যেতে পারে একটি তরতাজা প্রাণ। তাই পরিবারটির মুখে হাসি ফোটাতে সকলের সাহায্য কামনা করেছে এলাকাবাসী।

The post নগরঘাটার সুমন কুমার দাশ বাঁচতে চায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ndDW52

No comments:

Post a Comment