আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। কিন্তু সেই প্রভাবে ঝড়বৃষ্টির কোনও শঙ্কা নেই। ফলে তাপপ্রবাহ অব্যাহতই থাকতে পারে। আজ শনিবার (৩ এপ্রিল) ঢাকা , টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, লঘুচাপ অনেক দূরেই আছে। এর প্রভাব খুব একটা বাংলাদেশের ওপর পড়বে না। এতে দেশের কোনও কোনও জায়গার আকাশ মেঘলা হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাপপ্রবাহ আগের মতোই অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহে ঝড়বৃষ্টি হতে পারে। এতে হয়তো গরম কিছুটা কমতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৯। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ৩৭, ময়মনসিংহে ৩২ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ২, সিলেটে ২৯ দশমিক ৬, রাজশাহীতে ৩৮ দশমিক ৯, রংপুরে ৩৩ দশমিক ৭, খুলনায় ৩৫ দশমিক ৭ এবং বরিশালে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
রেকর্ড করা হয়েছে।
The post বৃষ্টির সম্ভাবনা নেই, অব্যাহত থাকবে তাপপ্রবাহ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31IQXK9
No comments:
Post a Comment