যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্বাবধানে “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে গত বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা (ইএইচডি)”প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি দেবী রঞ্জন মন্ডল, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাঈদ,
মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কেএমএসএস-এর নির্বাহী পরিচালকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত প্রকল্পটি উদ্বোধনের ফলে এ এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।
শ্যামনগর প্রতিনিধি:
The post শ্যামনগর উপজেলায় ইএইচডি প্রকল্প উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cHGNQ7
No comments:
Post a Comment