বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেছেন, “আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে দোকান-শপিং মল খুলতে পারে। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলোচনার পর হেলালউদ্দিন এ কথা বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, “আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারি। আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব।”
গত ১৮ এপ্রিল (রোববার) ঢাকায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সংগঠনটি ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়। তবে একই সময় ২২ এপ্রিল থেকে সরকার তৃতীয় দফায় লকডাউনের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে।
The post শপিং মল খোলার সিদ্ধান্ত রোববার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dGq14E
No comments:
Post a Comment