আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আরো এক রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আব্দুর রশিদ (৬৩) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার মৃত বদরুদ্দীনের ছেলে। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ গত ১৬ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রবিবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ভোর রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
The post কয়েক ঘণ্টার ব্যবধানে করোনায় সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nma5aF
No comments:
Post a Comment