অনন্যা জান্নাত
কৃষ্ণকান্ত এইভাবে দূর থেকে মৃতপ্রায় কাকপক্ষীর মতো তৃষ্ণাতুর চোখে চেয়ে থেকো না।
ভালোবাসলে সামনে এসে হাঁটু গেড়ে বসে স্ট্রেটকাট বলে দাও -ভালোবাসি।
এ যাত্রায় জীবনের ভালোবাসার নতুন গল্পটা না হয় তুমিই শুরু করলে,
কারো না কারো তো শুরু করতেই হতো বলো?
এই যে চোখের সামনে চেয়ে চেয়ে দেখছো ভীষণ ক্ষরতাপে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি তবু মাথার উপর কোনো ছায়া নেই……
সেই ছায়াটুকু হতে না পারো না হয় এক টুকরো প্রশান্তির বৃষ্টি হয়েই তুমি এলে
পোড়া ক্ষতগুলোকে খানিক সারিয়ে তুলতে।
কথা দিচ্ছি তোমার কাজল কালো ভ্রমর চোখেই আমি প্রেম খুঁজে নেবো ফেলে আসা অতীত স্মৃতির সমস্ত রঙিন বায়স্কোপ ভুলে…
সমস্ত রঙিন বায়স্কোপ ভুলে…
তোমার শরীরে জড়িয়ে রাখা ঐ চাদরের ঘ্রাণেই খুঁজে নেবো আমার খানিক বেঁচে থাকার অস্তিত্ব।
পৃথিবীর সব যাচ্ছেতাই হয়ে যাক সেদিকে আর তাকাবো না-
তুমি স্ট্রোটকাট ভালোবাসি বললেই তোমায় চোখের তারায় গেঁথে নেবো নতুন জীবনের ছায়া করে,ভালোবাসার মায়ায় মিটমিট করে বেঁচে থাকা আলোকোজ্জ্বল বর্ণিল নক্ষত্র করে…।
তুমি স্ট্রেটকাট ভালোবাসি বললেই আমি মুহুর্তেই ভুলে যাব গত হওয়া প্রেমের তুমুল দগ্ধ ক্ষত,আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা তার সমস্ত অবহেলা।
কৃষ্ণকান্ত তুমি এসো-সমস্ত দ্বিধা ভুলে সামনে এসে দাড়াওÍ
আমাকে মোচন করতে দাও আটপৌরে শাড়ির মতো সমস্ত অঙ্গে জড়িয়ে রাখা বিগত প্রেমের পাপ,রক্তাক্ত ক্ষত বিক্ষত দুঃসহ সমস্ত স্মৃতি…
সমস্ত স্মৃতি…
কৃষ্ণকান্ত তুমি এসো সমস্ত আক্ষেপ ভুলে-
তোমার দুচোখে চেয়েই না হয় আমি কাটিয়ে দেবো জীবনের আগত কয়েকটি বসন্ত,কয়েকটি বসন্ত।
কৃষ্ণকান্ত তুমি এসো–
আমাকে মোচন করতে দাও বিগত প্রেমের পাপ,বিগত প্রেমের পাপ,ফেলে যাওয়া তার দুঃসহ কিছু স্মৃতি, দুঃসহ স্মৃতি…
না হয় তোমার ঐ কাজল কালো চাদরের ঘ্রাণেই খুঁজে নেবো আমি খানিক প্রেম,আজন্মকাল একসাথে লেপ্টে বেঁচে থাকার একটুকরো অস্তিত্ব…
একক অপেক্ষা ছেড়ে
সমষ্টির ভীড়ে
চোখ তোলে
বনলতা সেনের বাংলাদেশ।
আঁচল ছড়িয়ে কাঁদে
ভাঙে হাওড়-বাওড় নদী থেকে জেগে ওঠে
তর্কাতীত বিশ্বাসের ভিত।
The post পাপমোছন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wmHEO8
No comments:
Post a Comment