Thursday, April 22, 2021

অবশেষে ধোপাডাঙ্গা-পাঁচপোতা সড়কে মাটিবাহী যন্ত্রদানব চলাচল বন্ধ https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: অবশেষে দেবহাটার সখিপুর ধোপাডাঙ্গা টু পাঁচপোতা সড়কে হুড়মুড়িয়ে সাধারণ মানুষকে নাজেহাল করা মাটিবাহী যন্ত্রদানব ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলি চলাচল বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

সম্প্রতি ওই এলাকার সাধারণ মানুষের অবর্ণনীয় জনদূর্ভোগের চিত্র তুলে ধরে স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বুধবার বিকেল থেকে সড়কটিতে আবু হাসানের সকল মাটিবাহী অবৈধ ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলি চলাচল বন্ধের নির্দেশ দেন তিনি।

জনদূর্ভোগ নিরসনে নির্বাহী অফিসারের এমন যুগোপযোগী পদক্ষেপে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। উল্লেখ্য, গেল কয়েকদিন যাবৎ রাফসান গ্রুপের চেয়ারম্যান ও রাফসান ব্রিকসের মালিক আবু হাসান সখিপুরে ধোপাডাঙ্গা এলাকায় প্রস্তাবিত ব্যক্তি মালিকানাধীন ফ্যাক্টরী তৈরীর জমি ভরাটের নামে অবৈধ ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলিতে বোঝাই করে একস্থান থেকে অন্যত্র মাটি বহনের মাধ্যমে তীব্র জনদূর্ভোগ সৃষ্টিসহ সংকীর্ন সরকারি পিচঢালা গ্রামীন রাস্তার ক্ষতি সাধন করে আসছিলেন।

একপর্যায়ে দূর্ভোগের শিকার স্থানীয়রা এসব মাটিবাহী যন্ত্রদানব চলাচলে বাঁধা দিলেও তাতে কর্নপাত না করায় সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। শেষমেষ বুধবার বিকেলে রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসানকে অবিলম্বে মাটিবাহী যন্ত্রদানব চলাচল বন্ধ করতে নির্দেশনা দেন ইউএনও তাছলিমা আক্তার।

The post অবশেষে ধোপাডাঙ্গা-পাঁচপোতা সড়কে মাটিবাহী যন্ত্রদানব চলাচল বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2QPXuQR

No comments:

Post a Comment