Saturday, April 3, 2021

পাইকগাছায় ফজিতুলন্নেসা মুজিব ইকোপার্ক পরিদর্শনে ইউএনও https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর কোলঘেষা ভেকোটমারিতে নির্মাণাধিন বঙ্গমাতা ফজিতুলন্নেসা মুজিব ইকোপার্ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। রবিবার নির্মাণাধীন ইকোপার্ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি মো: দাউদ শরীফ, হিন্দু ঐক্য জোটের উপজেলা শাখার সভাপতি এড. শিবুপ্রসাদ সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ইকোপার্কে ২৬ একর জমির উপর বনায়ন গড়ে উঠেছে। এখানে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য রেস্টুরেন্ট, হোটেল মটেল, যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক আলো, নিরাপত্তা ব্যবস্থাসহ নানান পরিকল্পনার কাজ শুরু হয়েছে। ইকোপাটির পাশেই শিবসা নদী। এখান থেকে পর্যটকরা খুব সহজেই সুন্দরবন ঘুরতে এবং দেখতে পারবেন।

The post পাইকগাছায় ফজিতুলন্নেসা মুজিব ইকোপার্ক পরিদর্শনে ইউএনও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cJuFOK

No comments:

Post a Comment