Monday, April 26, 2021

বেনাপোলে ট্রাকচাপায় সাইকেলআরোহী নিহত https://ift.tt/eA8V8J

বেনাপোল লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় কোব্বাত আলী (৫৫) নামে এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কোব্বাত আলীর বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন কাগমারি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে যশোর থেকে বেনাপোলগামী একটি দ্রুত গতির ট্রাক বেনাপোল লোকাল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় সাইকেলআরোহীকে কোব্বাত আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় কোব্বাত আলীকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে।

The post বেনাপোলে ট্রাকচাপায় সাইকেলআরোহী নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dRhcF5

No comments:

Post a Comment