Monday, April 26, 2021

বেনাপোলে আমদানি রপ্তানি সচল থাকলেও কোয়ারেনটাইন মানছেনা যাত্রীরা https://ift.tt/eA8V8J

এম এ রহিম, বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ হয়ে গেছে। তবে করোনা সু রক্ষা মেনেই চলছে আমদানি-রপ্তানি বানিজ্য। প্রবেশ মুখে ভারত থেকে আসা ড্রাইভার ও হেলপারদের শরীরের তামমাত্রা দেখেই দেওয়া হচ্ছে প্রবেশের অনুমতি।

পন্যবাহি ট্রাকে জীবনু নাশক ছিটানো হচ্ছে। তবে ভারত ফেরা যাত্রীদের কোয়ারেনটাই মানা হচ্ছেনা। সরকার নির্দেশনা মানছেনা বেনাপোলে কর্মরত সংশ্লিষ্টরা। গত ৭দিনে ভারত ফেরা ৩৬জন পাসপোর্ট যাত্রীকে বেনাপোলের হোটেল রজনী গন্ধায় রাখা হলেও বিশেষ কারনে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। গতকাল রবিবার ভারত থেকে ফেরা ৮জন যাত্রীকে রাখা হয়েছে হোটেলে। নিজ খরছে হোটেলের কোয়ারেন টাইনে থাকবেন বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

আটকাপড়া যাত্রীরা জানান দুর্ভোগের কথা অনেক রোগীর পথ্য ও চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা। বাড়ীতে হোম কোয়ারেনটাইনে সরকারের সহযোগিতা চান ভারত ফেরা অসুস্থ্য রোগী ও স্বজনেরা।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সীমান্ত বন্ধের নির্দেশনা আসে ইমিগ্রেশন চেকপোষ্টসহ সংশ্লিষ্ট দপ্তরে। এর পরই সোমবার থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। সোমবার সকাল থেকে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীরা বেনাপোলে এসে পড়েন দুর্ভোগে। বন্ধের নির্দেশনা না জানায় দু পার সীমান্তে দু শতাধিক যাত্রী ও স্বজনেরা রয়েছেন অসহনীয় কষ্টে। সকাল থেকে বেনাপোলে আটকা পড়েছে কাশ্মিরের ৮ নাগরিক।

বেনাপোল পৌর সেনিটারী পরিদর্শক মোছা: রাশিদা বেগম ও ডা: ইউছুপ আলম জানান, গত ১৯ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ভাবত থেকে ফেরা যাত্রীদের রাখা হয়েছে হোটেল রজনী গন্ধায়। করোনা নেগেটিভ হওয়ায় ২৮জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়ীতে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দিয়েছেন তারা।

কোয়ারেনটাইনে থাকা ৮জনের বিভিন্ন বিষয়ে খোজ খবর রাখছেন তারা দিচ্ছেন সহযোগিতা।
করেনা সু রক্ষা মেনে আসছেন ভারতীয়তরা। তবে যাত্রী যাতায়াত বন্ধে কষ্টে ইমিগ্রেশন এলাকায় কর্মরত শ্রমিকেরা। সরকারি সহযোগিতা চান তারা।

The post বেনাপোলে আমদানি রপ্তানি সচল থাকলেও কোয়ারেনটাইন মানছেনা যাত্রীরা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aA78hN

No comments:

Post a Comment