Saturday, April 24, 2021

কলারোয়ায় সুদখোরের খপ্পড়ে পড়ে মাছের খাদ্য ব্যবসায়ী বিপাকে: থানায় অভিযোগ https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় মাছের খাদ্য বাকিতে বিক্রয় করে বিপাকে পড়েছেন এক ব্যবসায়ী। এঘটনায় শনিবার সকালে উপজেলার বড়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পৌর সদরের শমতা এন্টারপ্রাইজ এর পার্টনার গদখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ইউনুছ আলীর দোকান থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকার মাছের খাদ্য বাকিতে ক্রয় করে। যা এক মাসের মধ্যে উক্ত টাকা পরিশোধের কথা থাকলেও সে টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহনা ও হয়রানী করে আসছে।

এসমন কি ওই টাকা চাইলে সে অপরাধমুলক ভয়ভীতি ও খুন জখমের হুমকিও দিয়ে আসছে। গত ২২এপ্রিল সকাল ১১টার দিকে জাকির হোসেন তাদের দোকানের সামনে টাকা পরিশোধ করবে বলে ডেকে নিয়ে যান। খাদ্য ব্যবসায়ী ইউনুছ আলী সরল বিশ^াসে তার দোকানের সামনে গেলে সে কোন কারণ ছাড়াই তার উপর চড়াও হয়। এসময় খাদ্য ব্যবসায়ী বলে জাকির ভাই আপনি এরকম করছেন কেন।

সে কোন উত্তর না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারমূখি আচারণ করে। এমনকি উক্ত টাকার কথা সে অস্বীকার করে। শুধু তাই নয় কখনও টাকা দাবী করিলে মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ঘানি টানাবে বলে হুমকি প্রদর্শন করে। এসকল ঘটনা উল্লেখ্য করে ওই খাদ্য ব্যবসায়ী তার টাকা উদ্ধারের জন্য শনিবার সকালে কলারোয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে পৌর সদরের শমতা এন্টারপ্রাইজের পার্টনার ইউনুছ আলী বলেন তার দোকানের টাকা দিবেনা বলে নাটক সাজিয়ে মিথ্যা ও বানোয়ার্ট তথ্য উপস্থাপন করে উল্টো তাদের হয়রানী করার জন্য ওই সূদে ব্যবসায়ী জাকির হোসেন কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। মাছের খাদ্য ব্যবসায়ী ইউনুছ আলী এঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন।

The post কলারোয়ায় সুদখোরের খপ্পড়ে পড়ে মাছের খাদ্য ব্যবসায়ী বিপাকে: থানায় অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xnU0WT

No comments:

Post a Comment