দেবহাটা সংবাদদাতা: দেবহাটার কামটায় পূর্বশত্রুতার জের ধরে রান্না ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার কামটা গ্রামের শরিফুজ্জামানের স্ত্রী ফিরোজা খাতুন। এঘটনায় কামটা গ্রামের মৃত কামাল উদ্দীন মোল্লার পুত্র একছেদ আলী ও আকবর আলী, আব্দুল মজিদের পুত্র ডাবলু, আকবর আলীর পুত্র সুমন, স্ত্রী রিনা খাতুন, নুর ইসলামের পুত্র এমদাদুল হক, আব্দুর রশিদের স্ত্রী মোসলেমা খাতুনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
লিখিত অভিযোগে ভুক্তভোগী ফিরোজা খাতুন জানান, দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গোলযোগ চলছে। উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। বিবাদীগণ বিভিন্ন সময় তাদেরকে মারপিট করার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকে। গত ২৩-০৪-২০২১ তাং রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফিরোজা খাতুন তার ২কন্যা সন্তানকে নিয়ে একই এলাকায় বোনের বাড়িতে যেয়ে ২৪-০৪-২০২১ তারিখ সকালে বাড়িতে ফিরে আসেন। এসময় তিনি বাড়িতে এসে দেখেন তার রান্না ঘরের চালের কিছু অংশ এবং রান্না ঘরের মধ্যে থাকা কয়েকটি পাতার বস্তা পুড়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী ফিরোজা খাতুন। তাছাড়া ভুক্তভোগী আরো জানান, জমিজমা সংক্রান্ত বিরোধটি স্থানীয়রা মিমাংসা করে দিলেও বিবাদীগণ প্রভাব খাটিয়ে বিভিন্ন হুমকি ধামকিসহ তাদেরকে মামলা দিয়ে পলাতক রেখেছে। এ সুযোগ কাজে লাগিয়ে ঘরে আগুন জ্বালিয়ে তারা ভীতি প্রস্তুতির সৃষ্টি করছে। এঅবস্থায় আমি আমার ছোট দুই সন্তানকে নিয়ে বাড়িতে নিরাপত্তহীনতায় ভুগছি। বিষয়টি ব্যভস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
The post দেবহাটার কামটায় পূর্বশত্রুতার জেরে রান্না ঘরে আগুন: থানায় অভিযোগ! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xmvzcg
No comments:
Post a Comment