Friday, April 2, 2021

কলারোয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন। সে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের আয়নাল হোসেন মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (১এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদরা মাঝের পাড়ায় ওই যুবক ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে রাস্তার উপর দাড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

উপস্থিত লোকজনের সামনে ওই যুবকের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানায় ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (ক) ধারায় একটি মামলা নং-১(৪)২১ দায়ের হয়েছে। পুলিশ আটককৃত যুবককে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করেছে।

পত্রদূত ডেস্ক:

The post কলারোয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fvqCYa

No comments:

Post a Comment