Sunday, April 25, 2021

সাতক্ষীরার পাঁচরখি গ্রামে র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার পাঁচরখি গ্রামে র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ ইয়ারুল ইসলাম (৪০)। সে পাঁচরখি গ্রামের আফতাছ পশারীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্য ৭টা ২০ মিনিটের সময় সাতক্ষীরা সদরের বাঁশদাহ ইউনিয়নের পাঁচরখি গ্রামের সাবেক মেম্বার গওছাল আজম মনি এর গোডাউনের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৪৫, তারিখ ২৫/০৪/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক) ধারা।

The post সাতক্ষীরার পাঁচরখি গ্রামে র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sKFODP

No comments:

Post a Comment