Thursday, April 1, 2021

করোনা সতর্কতায় সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের জরুরি গণবিজ্ঞপ্তি https://ift.tt/eA8V8J

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারণে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলায় সকল ধরনের জনসমাবেশ যেমন-সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় (ইসলামিক জলসা, নামযজ্ঞ, প্যাগোডায় প্রার্থনা, সভাসমিতি ইত্যাদি) সমাবেশ আয়োজন আগামী ১৫ (পনের) দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল ইত্যাদি এ আদেশের আওতায় আসবে। জনসমাগম করে খেলাধুলা এবং সকল প্রকার উৎসব আয়োজন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে ১০০ জনের অধিক জনসমাগম সম্পূর্ণ নিধিদ্ধ করা হলো। হোটেল/রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য খোলা থাকবে। তবে হোটেল/ রেস্তোরাঁর ভেতরে অপ্রয়োজনীয় আড্ডা এবং জনসমাগম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে নামায এবং প্রার্থনাকালে কোভিড স্বাস্থ্য প্রটোকল তথা ৩ (তিন) ফুট দূরে অবস্থান এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সাবেব এবং সংশ্লিষ্ট ধর্মীয় উপাসনালয় কমিটিকে বিশেষ অনুরোধ করা হলো। আন্তঃজেলা এবং অভ্যন্তরীন রুটে চলাচলকারী সকল বাস মালিককে সরকারি নির্দেশনা মোতাবেক যাত্রি পরিবহন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নির্দেশনা দেওয়া হলো।

এর কোনরূপ ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শপিংমলসহ সকল প্রকার হাট-বাজারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শতভাগ মাস্ক পরধান এবং ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহরের অভ্যন্তরে এবং আন্তঃ উপজেলা চলাচলকারী সকল গণপরিবহনের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে। সকল ধরণের কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নির্দেশনা আপাতত ১৫ দিন বলবৎ থাকবে।

আদেশক্রমে

জেলা ম্যাজিস্ট্রেট

সাতক্ষীরা

The post করোনা সতর্কতায় সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের জরুরি গণবিজ্ঞপ্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sHJjvs

No comments:

Post a Comment