Friday, December 3, 2021

বিভিন্নস্থানে নির্বাচনী সভা সমাবেশ গণসংযোগ ও সংবর্ধণা https://ift.tt/3xY5np1

ঘোনায় নবনির্বাচিত চেয়ারম্যান কাদের সংবর্ধিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসির উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টার সময় ঘোনা মাঠপাড়া গ্রামের জামে মসজিদের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ঘোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪ নং ঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদর আলী সরদার, সাবেক ইউপি সচিব শওকত আলী, ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী রেজা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি ডালিম, মাষ্টার আয়ুব আলী, ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের, আব্দুল করিম, ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ঘোনার মানুষ আমাকে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাতে করে আমি ঘোনার মানুষের কাছে অনেক ঋণী হয়ে থাকলাম। তিনি বলেন, আমি অশান্ত ইউনিয়নকে একটি শান্তির আশ্রয় বানাতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইউনিয়নকে একটা মডেল ইউনিয়নে পরিণত করা সময়ের ব্যপার। অসম্প্রদায়িক চেতনায় ইউনিয়নকে গড়ে তুলবো। ইউনিয়ন থেকে সকল প্রকার সন্ত্রাস নির্মুল করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক শাহজাহান কবীর।

বুড়িগোয়ালীনিতে নৌকার প্রার্থী ভবতোষের সভা

উপকুলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শুক্রবার বিকেলে বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অসিম কুমার জোয়াদ্দার। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, মাষ্টার মৃনাল কান্তি বিশ্বাস, নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভবতোষ মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মস্তাফিজুর রহমান।

সভায়  বক্তরা বলেন, আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

কেশবপুরে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর গণসংযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ঢাকায় অবস্থানরত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যার্শী সাবেক চেয়ারম্যান এসএম মনজুর রহমানকে দলীয় মনোনয়ন প্রদানে দোয়া ও আশীর্বাদ চেয়ে শুক্রবার সন্ধায় ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও মোড়ের  সর্বসাধারণের সাথে  গণসংযোগ করেছেন দলীয় নেতা-কর্মীরা। এছাড়া এসএম মনজুর রহমানকে দলীয় মনোনয়নের দাবিতে ইউনিয়নের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।

খুটিকাটায় চেয়ারম্যান প্রার্থী শমসের ঢালীর নির্বাচনী অফিস উদ্বোধন

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে নির্বাচনী কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শমসের আলী ঢালীর নির্বাচনী অফিস উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় খুটিকাটা সার্বজনীন পূজা মন্দির চত্বরে বাবু গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় কালে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মুক্তযোদ্ধা লীগের সভাপতি দেবী রঞ্জন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ সরদার, মাস্টার মনিরুল ইসলাম, সাধন মন্ডল, আব্দুল হক তরফদার, আশরাফ হোসেন মিন্টু, জিএম জামিনুর রহমান, রনজিৎ মন্ডল, আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য মোস্তফা গাজী, বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান, মাস্টার সওকাত হোসেন, ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদ, যুবলীগ নেতা ডিএম আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, মশিউর রহমান, আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আরাফাত হোসাইন প্রমুখ।

মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে অসীম মৃধা নির্বাচনী গণসংযোগ

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ইউনিয়নের নৌকার মাঝি অসীম কুমার মৃধার নির্বাচনী গণসংযোগ করেছে মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলতলায় ও গ্যারেজ কাঁচা বাজার  মাঠ চত্ত্বরে। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সমীর রঞ্জন গায়েন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মন্ডল, তরুণ সমাজ সেবক অনিমেষ সরদার, বাংলাদেশ আওয়ামী লীগ মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য রবিউল ইসলাম, আব্দুল বারি, মিজানুর রহমান মোড়ল, জিয়াদ আলী গাজী, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি এডভোকেট ওকলাত হোসেন সাতক্ষীরা জজ কোর্ট, যুবলীগ নেতা মুর্শিদ আলম, ঢাকা কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা সোহাগ হোসেন। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংয়োগ অনুষ্ঠাটি পরিচালনা করে মৃণাল কান্তি বাউলিয়া। গণসংযোগে বক্তরা বলেন, আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোটদিয়ে শেখ হাসিনার উন্নয়নে গ্রাম হবে শহর এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে  আহবান জানান।

 

কালিগঞ্জের কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহকে গণসংবর্ধনা প্রদান

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যানকে গণসংর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার সদর ফুলতলা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ফিফা রেফারী ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে কুশুলিয়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, আমার পিতার মৃত্যুর পর আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আজ থেকে আমি কথা দিচ্ছি আপনাদের সুখ দু:খে সবার আগে আপনাদের পাশে আমাকে পাবেন। আমি গরীবের হক গরীবের কাছে পৌঁছে দিবো। কোন গরীবের হক আমার দেহে প্রবেশের আগে যেন আমার মৃত্যু হয়। কোন দালাল-বাটপার, নেশাখোর আমার কাছে প্রশ্রয় পাবে না। আমি আধুনিক কুশুলিয়া ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো-ইনশাআল্লাহ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন,

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খান, শিক্ষক হাফিজুর রহমান, মৎস্য ব্যবসায়ী আলমগীর কবির আলম, মামুন হোসেন, আতাউর রহমান, পরিতোষ কুমার প্রমুখ।

ব্যবসায়ী আলমগীর হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা শেষে দেশের বিভিন্ন স্থানের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

The post বিভিন্নস্থানে নির্বাচনী সভা সমাবেশ গণসংযোগ ও সংবর্ধণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Er7LqL

No comments:

Post a Comment