Wednesday, December 1, 2021

পাটকেলঘাটা ও তালায় ৬ কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: ২০২১ সালের যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম শাখায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত এ সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে সাতক্ষীরার পাটকেলঘাটার ২ টি কেন্দ্র যথাক্রমে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র, তালা সরকারী কলেজ কেন্দ্র, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও তালা মহিলা কলেজ কেন্দ্র হতে ২২৮৮ জন পরীক্ষার্থী, কারিগরি শাখায় ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্র হতে ২৪৬ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষা নিচ্ছে। পাটকেলঘাটার কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান জানান করোনাকালীন সময়ে সরকার সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন। ইতোমধ্যে পরীক্ষা সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

The post পাটকেলঘাটা ও তালায় ৬ কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rqVz5S

No comments:

Post a Comment