‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আজ (বুধবার) বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন দপ্তরের আয়োজনে সকালে খুলনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সকল ভুল ধারণা ছিলো তা পরিবর্তন হচ্ছে। এইডস একটি ভাইরাস জনিত রোগ হলেও ছোঁয়াচে নয়। নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস হতে অনেকাংশে দূরে থাকা সম্ভব।
র্যালি ও আলোচনা সভায় জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডাঃ রানা কুমার বিশ্বস, ডাঃ নাজমুল কবির, ডাঃ এস এম মুরাদ হোসেন, ডাঃ কাজী আবু রাশেদ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী
The post খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pyx8AX
No comments:
Post a Comment