বেনাপোল (যশোর) প্রতিনিধি: মৌসুমী বায়ুর পালাবদলে শীতের আগমনে বেনাপোল নাভারনসহ বিভিন্ন বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে বক-সরাইল, ডংকুর, কাসতেচুড়া, চড়–ইসহ দেশ বিদেশী হাজারও অতিথি পাখি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাখির অভায়রন্যে আসছেন মানুষ। উপভোগ করছেন প্রাকৃতিক দৃশ্য। পাখির কিচির-মিচিরে মুখরিত এলাকা। মুগ্ধ দর্শণাথীরা।
কমে গেছে হাওড় বাওড় জলাশয়, বৃক্ষরাজি ও বিদেশী অতিথি পাখির সংখ্যা। সন্ধা হলেই বেনাপোল বাগ-এ-জান্নাত মাদ্রাসার গাছে আসছে হাজার হাজার পাখি। দাদখালি, কদমবিল ও চাতরের বিলের বিভিন্ন বেড়ি এলাকায় আসছে হরেক রকমের পাখি। সকাল-সন্ধা পাখির কিচির-মিচিরে মুগ্ধ দর্শণার্থীসহ এলাকা মানুষ। পাখির অভয়আশ্রমে দৃষ্টিনন্দন ও মনোরম দৃশ্য দেখতে গ্রাম ও শহর থেকে প্রতিদিন আসছে পাখি প্রেমী মানুষ। মনমুগ্ধকর দৃশ্য দেখে খুশি দর্শণাথীরা
দেবুল কুমার দাস ও আলী বাকের, মৌসুমী খাতুন বলেন, অবসর সময়ে সকাল বিকালে মুনমুগ্ধকর দৃশ্য দেখতে আসেন তারা। জলাশয়ও গাছে বৃক্ষরাজির নীড়ে পাখির কিচির মিচিরে মুগ্ধ হচ্ছেন দর্শণার্থী ও পাখি প্রেমী মানুষ। বৃক্ষ ও পাখি সংরক্ষণে সরকারের সহযোগিতার দাবি জানান তারা।
স্থানীয়দের সহযোগিতায় অনেকস্থানে নিরাপদ পরিবেশে পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে। পাখি ও বন নিধনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণসহ পাখি সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রাণি সম্পদ অধিদপ্তর। পাখি শিকারীর সংখ্যা যাচ্ছে বেড়ে, কমছে হরেক রকম পাখি। ভারসাম্য হারাচ্ছে পরিবেশের। গণসচেতনতা বাড়ানোর দাবী সর্বসাধারণের।
The post দেশি বিদেশী পাখির কলকালতিকে মুখরিত বেনাপোল এলাকা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xMxes7
No comments:
Post a Comment