Wednesday, December 1, 2021

কাশিমাড়ীর ঘোলায় চেয়ারম্যান প্রার্থী শমসের ঢালীর নৌকার অফিস উদ্বোধন https://ift.tt/eA8V8J

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপলক্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শমসের আলী ঢালীর ৬ নং ওয়ার্ড ঘোলায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘোলা জাগরণী যুব সংঘ চত্ত্বরে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ গাজীর সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন কালে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শমসের আলী ঢালী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আলীম, সমাজ সেবক মুজিবর রহমান গাজী, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ সরদার, মিজানুর রহমান, গাজী নুরুল হক বাচ্চু, আমিনুর মোড়ল, রনজিৎ মন্ডল, জামিনুর রহমান,

কামাল হোসেন, আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য মোস্তফা গাজী, সমাজসেবক মাস্টার সওকাত হোসেন, মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী, ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদ, যুবলীগ নেতা ডিএম আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, মশিউর রহমান, ইউনিয়ন শেখ রাসেল পরিষদের সভাপতি এনামুল হক প্রমুখ।

 

The post কাশিমাড়ীর ঘোলায় চেয়ারম্যান প্রার্থী শমসের ঢালীর নৌকার অফিস উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DcKvLG

No comments:

Post a Comment