Wednesday, December 1, 2021

ভারতে শুক্রবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ https://ift.tt/eA8V8J

ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আগামীকাল  শুক্রবার ঘুর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড থেকে আসা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে। এতে ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ পর্যন্ত নিম্নচাপটি দক্ষিণ থাইল্যান্ড এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আন্দামান সাগরে চলে আসতে পারে।

আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে। আগামীকাল শুক্রবার বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

শনিবার জাওয়াদের তীব্র প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপটও বাড়তে পারে।

The post ভারতে শুক্রবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3G4wpOm

No comments:

Post a Comment