বছর দেড়েক আগে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয়েছিল লংকান পেসার শিহান মাধুশানাকার। মিরপুরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অভিষেকেই হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন তিনি। সেই পেসার বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন।
মাধুশানাকার হ্যাটট্রিকে ভর করেই চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা, অন্য দিকে আরো একটি ফাইনালে হারের মুখ দেখে বাংলাদেশ। তবে সেই ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। এরই মাঝে জড়িয়ে পড়েছেন অপরাধে। নিষিদ্ধ মাদক হেরোইন রাখা ও লকডাউন ভাঙার অপরাধে রোববার শ্রীলংকার পানালা শহর থেকে মাদুশানাকাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, লকডাউনের মাঝেই এক বন্ধুকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মাদুশানাকা। সেই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে ২ গ্রাম হেরোইন পায় পুলিশ। এরপর দুজনকেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে মাধুশানাকার দুই সপ্তাহের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ম্যাজিস্ট্রেট।
The post বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করা সেই পেসার রিমান্ডে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2M0TZl7
No comments:
Post a Comment