Wednesday, May 27, 2020

সাধারণ ছুটি আরো বাড়বে কি না জানা যাবে কাল https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরো বাড়বে কি না, তা আগামীকাল বৃহস্পতিবার জানা যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টানা ৬৭ দিনের ছুটি চলছে দেশে। আগামী ৩০ মে শেষ হচ্ছে সাধারণ ছুটি। টানা ছুটির কারণে এরইমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কষ্টে পড়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সবার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেবেন। আশা করছি আগামীকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত আমারা পাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জীবন ও জীবিকার কথা বলেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।

মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে কয়েক দফায় ছুটি ঘোষণা করে সরকার। সর্বশেষ ঘোষণা দেয়া হয় আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। তবে এখনও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই।

The post সাধারণ ছুটি আরো বাড়বে কি না জানা যাবে কাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TG60R8

No comments:

Post a Comment