Friday, May 1, 2020

মন বসন্তে/ গোলাম রহমান ব্রাইট https://ift.tt/eA8V8J

কখনো তোমার একা লাগে –

শূন্য হৃদয় সুধার মতন ?

গভীর রাতে বুকের বেদন –

অশ্রু মুক্ত নিরব ক্রন্দন !

বৈশাখী মেলা, ঈদ বাজারে –

আমায় খোঁজো লোকের ভীড়ে ?

অভিমান কি আজো করো –

খামটি মেরে থাকো নীড়ে ?

.

বক্ষে ব্যথার পাহাড় নিয়ে –

সকল স্মৃতি বয়ে বেড়াও !

পড়ার টেবিলে মনে হলে –

অনুভবে কি থমকে দাঁড়াও ?

এখনো তুমি অধিক রাতে –

প্রার্থনা করো আমায় পেতে !

হৃদমাঝারে আমায় ভেবে –

এখনো কি কবিতা লেখো ?

আমার দেয়া গোলাপ গুলোর –

শুকনো পাপড়ি শুঁকে দেখো !

.

গভীর ঘুমে স্বপ্ন দেখেই –

এখনো কি আৎকে ওঠো ?

আমার পছন্দের শাড়ি পরে –

চপল পায়ে কি ধীরে হাঁটো ?

এখনো কি অতি সঙ্গোপনে –

চোখের কোণে শ্রাবণ নামে ?

তোমারও কি আজ অভিমানে –

মন বসে না কোন কামে ?

.

আমার ছবি জড়িয়ে ধরে –

তাকিয়ে থাকো আকাশ পানে !

কখনো কি একলা লাগে –

সন্তর্পণে মন কাছে টানে ?

স্মৃতিচারণে মত্ত থাকো –

ক্লান্ত কি বয়সের ভারে ?

প্রত্যুষে কি দাঁড়িয়ে থাকো –

আমার চলার পথের ধারে ?

.

এক নজর দেখার ছলে –

পানি আনতে যাও কি কলে ?

এখনো কি খুঁজে ফেরো –

মন বসন্তে শিমুল তলে ?

The post মন বসন্তে/ গোলাম রহমান ব্রাইট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YpwPfF

No comments:

Post a Comment