বান্ধবীসহ মোটরসাইকেল আটকিয়ে টাকা দাবি করার ঘটনায় সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে। সাতক্ষীরা সদর থানা ও গোয়েন্দা শাখার অভিযানে ওই দুই আসামি গ্রেপ্তার হয়েছে। অভিযানে খুলনা শিল্প পুলিশের এএসআই হাসান ও তার সহযোগী সাতক্ষীরার মুনজিতপুরের অপু গ্রেপ্তার হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
পুলিশ জানায়, গত ৭-৫-২০২০ তারিখ বেলা অনুমান ১টায় সাতক্ষীরা সদরে অবস্থিত ইকো পার্কের সামনে সাতক্ষীরার মৃত রনজিত আমিনের ছেলে গোপালচন্দ্র আমিন তার বান্ধবী তামান্নাসহ মোটরসাইকেল যোগে গেলে, দুইজন ব্যক্তি তাদের পথরোধ করে। তারা ডিবি পুলিশ পরিচয় দেয় এবং এক লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় উক্ত দুইজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়। পুলিশ তদন্তকালে জানতে পারে, উক্ত দুইজন ব্যক্তির একজন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, খুলনায় কর্মরত এএসআই খান হাসানুর রহমান। মোটরসাইকেলটি ইতোমধ্যে এএসআই খান হাসানুর রহমান এর নড়াইল জেলার লোহাগড়া থানার বাসা হতে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অপর সহযোগী আসামিকেও শনাক্ত করা হয়েছে। সহযোগী আসামী শেখ শাহেদ হাসান অপু সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার পশু ডাক্তার ময়না’র ছেলে।
এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় গোপালচন্দ্র আমিন বাদি হয়ে একটি এজাহার দাখিল করেছেন। যার মামলা নম্বর ১৮, তারিখ ১১.৫.২০২০; ধারা ৩৪১/১৭০/৩৯২ পেনাল কোড।
এএসআই খান হাসানুর রহমানকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগী আসামী শেখ শাহেদ হাসান অপুকেও গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখা। অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন।
পত্রদূত ডেস্ক:
The post বান্ধবী ও মোটরসাইকেল আটকিয়ে টাকা দাবি করার ঘটনায় এএসআই হাসানসহ আটক দুই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WrkRk5
No comments:
Post a Comment