Wednesday, May 13, 2020

স্বাস্থ্যবিধি মানছে না কেউ: হুমকির মুখে জনস্বাস্থ্য! https://ift.tt/eA8V8J

স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না জেলা শহরসহ আঞ্চলিক মার্কেটগুলো। কেউই সামাজিক দূরত্ব মানছে না। প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার সচেতনতার তোয়াক্কা না করে ফ্রি-স্টাইলে চলছে কেনাবেচা। অসচেতন নারী-পুরুষ উৎসবের আমেজে কেনাকাটা করছে। অনেকে আবার শিশু সন্তানকে নিয়ে শপিং করছে।
সেইসঙ্গে অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে চলাচল বৃদ্ধির ফলে যানজট বাড়ছে শহগুলোর প্রত্যেকটি রাস্তায়। এতে তৈরি হচ্ছে মারাত্মক করোনা ঝুঁকি। ঝাউডাঙ্গা, কলারোয়া প্রতিনিধি জানান, স্থানীয় বাজারসহ মহল্লায় করোনা শতর্কতা থাকলেও অধিকাংশ এলাকাবাসীর মধ্যে করোনার ভয় নেই। তাই গ্রামবাসীর মধ্যে সামাজিক দূরত্বের বালাইও নেই। এমনিতেই সীমান্ত এলাকা হওয়ায় ঝাউডাঙ্গা, কলারোয়া করোনা আক্রান্তের দিক থেকে ঝুঁকিপূর্ণ। এর ওপর শর্তসাপেক্ষে ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে।
ঝাউডাঙ্গা কলারোয়া এলাকায় ছোট বড় হাট-বাজার রয়েছে প্রায় ২০টির মতো। এছাড়া ছোটবড় মিলিয়ে দোকান রয়েছে দুই হাজারের ওপর। ঘোনা প্রতিনিধি জানান, ঘোনা ভাড়ুখালি এলাকায় ইরি ধান কাটার ধুম পড়েছে। সেই সাথে ঈদের কেনাকাটাও জমে উঠেছে। করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকলেও সরকারি নির্দেশে দোকানপাট খুললেও কেউ নিয়ম মানছে না। এলাকার ছোট বড় হাট-বাজারসহ মার্কেটে মানুষের ঢল নেমেছে। দোকানগুলোয় ভিড় করে পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার ধুম পড়েছে। হাতে গোনা কয়েকটি দোকানে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও বেশির ভাগ দোকানে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচাকেনা। গতকাল ঘোনা, ভাড়ুখালি ও আলিপুর এলাকার কিছু মার্কেটে সামাজিক দূরত্ব না মেনে সাধারণ মানুষকে কেনাকাটা করতে দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ক্রেতা ও ব্যবসায়ীরা। এছাড়া গ্রামের বাজারের রাস্তাগুলোয় অসংখ্য ভ্যান ও ইজিবাইক থাকায় বিভিন্ন রাস্তার মোড় ও এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর ভিড়ের কারণে অনেক সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
ভোমরা থেকে স্থানীয়রা জানান, বন্দর এলাকাসহ গ্রামের হাট বাজারে সম্প্রতি দুই-তিন দিন সাধারণ মানুষের চলাচল অনেকাংশে বেড়ে গেছে। তবে মানুষের মধ্যে করোনার কোন ভিতি কাজ করছে না।
বন্দরের কার্যক্রম প্রায় বন্ধ। তবে অধিকাংশ মার্কেট দোকানপাট খোলা এবং ক্রেতার চাপও অনেক বেশি। তবে এসব দোকানে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। দোকান খোলা রাখতে দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থা, ব্লিচিং পাউডারযুক্ত পাসোপ, জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ নানা দিকনির্দেশনা থাকলেও এসবের কোনো বালাই নেই এসব মার্কেট ও দোকানে। এছাড়া আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, তালা, পাটকেলঘাটা প্রতিনিধি জানান, স্থানীয় কোন হাটে-বাজার, মার্কেটে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।

জহুরুল কবীর:

The post স্বাস্থ্যবিধি মানছে না কেউ: হুমকির মুখে জনস্বাস্থ্য! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cwi2Ei

No comments:

Post a Comment