Monday, April 26, 2021

সাতক্ষীরা বড়বাজারে ডিম ব্যবসায়িদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় https://ift.tt/3aF4K9y

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের ডিম বিক্রেতা ও ক্রেতা উভয়ের কাছ থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সুলতানপুর বড় বাজারে সরেজমিনে গিয়ে দেখাগেছে, সুলতানপুর বড় বাজারের চাঁদনি স্বত্বের পেরিফেরী জায়গায় পট্টিতে যারা ডিম বিক্রয় করবে তাদের কাছ থেকে টোল নেওয়ার পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন জায়গার উপর প্রতিষ্ঠিত ডিম বিক্রেতারা ডিম ক্রয় করে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রবেশ করানোর সময় ভ্যান গাড়ী রাস্তার উপর আটকে জোরপূর্বক তাদের প্রতি ডিমে ২০ পয়সা দিতে হচ্ছে।

কোন ক্রেতা ডিম কিনলেও তাদের একইভাবে জোরপূর্বক ২০ পয়সা অবৈধ টোল নিচ্ছে ইজারাদর শেখ ফিরোজ আহমেদ রানার লোকজন।
টোল বন্ধে সুলতানপুর বড় বাজার ডিম ব্যবসায়ীদের পর থেকে জেলা প্রশাসন এবং পৌরসভায় লিখিতভাবে অভিযোগ করেছেন।

শহরের গড়েরকান্দা এলাকার ডিম ক্রেতা বেলাল হোসেন বলেন, আমি দুই কুড়ি ডিম কিনেছি সেজন্য আমাকে টোল দিতে হয়েছে। টোল দিতে চাইনি বলে আমরা ডিম হাত থেকে কেড়ে নিচ্ছিল পরে টোল নিয়ে ছেড়েছে।

বড়বাজারের ডিম ব্যবসায়ী মো. কবির বলেন, আমি অনেক বছর ডিম ব্যবসা করে আসছি। কিন্তু কখনও টোল দিতে হয়নি। বর্তমান ইজারাদার ডিম প্রতি ২০ পয়সা টোল দাবী করছে। না দিলে গাড়ী আটকে দিচ্ছে ব্যবসায়ীদের মারধর করছে। করোনার কারণে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। আমার বাধ্য হয়ে অনে পেশায় চলে যেতে হবে।

ডিম ব্যবসায়ী রাজিব বলেন, মালিকানা প্রতিষ্ঠানে ব্যবসা করি তারপরও পৌরসভার ইজারদারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেতে জোরপূর্বক টোল আদায় করছে। দিতে না চাইলে তাদের মারধর করছে। ক্রেতাদের ডিম আটকে টাকা আদায় করছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ব্যবসায়ী ওজিয়ার রহমান খোকন বলেন, আর আগে কখনও টোল দিতে হয়নি বর্তমান ইাজারাদার গায়ের জোরে টোল আদায় করছে দিতে না চাইলে রাস্তার মধ্যে ডিম আটকে রাখছে।

সুলতানপুর বড় বাজারের মাংস, হাঁস, মুরগী ও ডিম ইজারদার হাবিবুর রহমান বিটু বলেন, তারা (ডিম ব্যবসয়ীরা) এর আগে খাজনা দিতো এখন দেবেনা কেন তারা জানে। আমরা পৌরসভা থেকে ডেকে নিয়েছি মন্ত্রণালয়ের অনুমতি আমাদের কি দোষ। এখন ব্যবসায়ীরা খাজনা দিতে চাচ্ছে না।

পৌরসভা রাস্তা ব্যবহার করলে খাজনা দিতে হবে। আমরা সেই খাজনা চাচ্ছি। সবাই খাজনা দিচ্ছে দুই একজন ব্যবসা তারা খাজনা না দিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়াচ্ছে। বড় বাজারের ডিম ব্যবসায়ীরা থানায় অভিযোগ করেছিলেন কিন্তু সেকেন্ড অফিসার সরেজমিনে যেয়ে বলেছে তাদের খাজনা দিতে হবে।

এব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, সরকারি চার্ট দেওয়া আছে কে কোন জায়গা থেকে কত টাকা টোল নিতে পারবে। আমদানি রপ্তানির উপর ট্যাক্স নেওয়া বিধান আছে। কিন্তু ইজারাদার ফিরোজ আহমেদ রানা ও হাফিজুর রহমান বিটু তাদের আওতায় বাইরে টোল নেওয়া ব্যপারে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করতাম।

আগামীকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ী ও ইজারাদের পৌরসভা আসতে বলেছি চার্ট দিয়ে দেব এই বাইরে কেউ টাকা দেবে না। সেটা কত টাকা আছে চার্ট দেখে বলে দেব। এর বাইরে কিছু হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

The post সাতক্ষীরা বড়বাজারে ডিম ব্যবসায়িদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xyaSub

No comments:

Post a Comment