Monday, April 26, 2021

সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক নিক্সনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান নিক্সনের বিরুদ্ধে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৮ মাস আগে সাউথ এরিয়ান ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (স্যাডো) সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ফিল্ড অফিসারের সাথে বিয়ের প্রলোভনে পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান নিক্সন শারিরীক সম্পর্ক গড়ে তোলে।

নলতায় পাক রওজা শরীফে নিয়ে কবুল পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার পর থেকে দীর্ঘ ৭ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে কৌশলে ধর্ষণ করতে থাকে। সম্প্রতি ওই ফিল্ড অফিসার অন্তসত্বা হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিনে ডেকে নিয়ে ঔষধ খাইয়ে গর্ভপাত করায়। ৯ রমজানে ক্যান্টিনের সামনে তার পায়ের উপর মোটরসাইকে তুলে দেয় এবং অকথ্য ভাষায় গালাজসহ এসব বিষয় কাউকে না বলার জন্য হুমকি দেয়।

সোমবার সকাল ১১টার দিকে তিনি সিভিল সার্জন অফিসে অভিযোগ করতে যান। অভিযোগ জমা দেওয়ার পর নিক্সনের স্ত্রী রিনা পারভীর (৩৪) ও ক্যান্টিনের ম্যানেজার আজিজুল হকের উপস্থিতিতে আকলিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। স্থানীয়রা আকলিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

ঐ ভুক্তভোগী সাংবাদিকদের জানান, এসময় আমার কানের দুল ও গলার চেইন ছিল সেটা আর পাচ্ছি না। এব্যাপারে নারীলোভী নিক্সনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় তিনি। এ ব্যাপারে জানতে চাইলে রিনা পারভীনের মোবাইলে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক ও সাউথ এরিয়ান ডেভোলপমেন্ট অর্গানাইজেশন (স্যাডো)’র পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান এর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ফরিদ উদ দৌলা নিক্সনের বিরুদ্ধে এর আগেও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন নারী কর্মীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে বলে ভুক্তভোগী জানান।

 

The post সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক নিক্সনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eAgUBJ

No comments:

Post a Comment