Monday, April 26, 2021

মামলার শুনানীতে কটূ বাক্য: সাতক্ষীরায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি লাঞ্ছিত https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলার ভার্চুয়ালি শুনানি চলাকালে দুই আইনজীবীর মধ্যে বাদানুবাদের জেরে একজন আইনজীবী তার নিজ চেম্বারে লাঞ্ছিত হয়েছেন। এসময় তার কক্ষ ভাংচুরও করা হয়।

আজ সোমবার বেলা ১টায় এ ঘটনা ঘটে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তিনতলায় সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলমের চেম্বারে। তবে সিনিয়র আইনজীবীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. রেজোয়ান উল্লাহ সবুজ জানান, ধর্ষণ মামলাটির শুনানী চলাকালে সরকারি পিপি এড. আব্দুল লতিফ এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলমের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে কটূবাক্য বিনিময়ের ঘটনা ঘটে।

পরে আইনজীবীরা তার চেম্বারে গেলে কিল চড় ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এড. শাহ আলম লাঞ্ছিত হন। পরে সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে এড. শাহ আলম বলেন, ‘আমি সাতক্ষীরা আইনজীবী সমিতির সাত বারের সাবেক সভাপতি এবং ছয় বারের সাবেক সাধারণ সম্পাদক।

শুনানি চলাকালে পিপির সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এছাড়া এবারের নির্বাচনে আমার সমর্থকদের অনেকেই হেরে যাওয়ায় বিজয়ী পক্ষের আইনজীবীদের সমর্থকরা এই হামলা চালান। তারা আমাকে লাঞ্ছিত করেন’।

অপরদিকে সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি এড. আব্দুল লতিফ বলেন, ‘এড. শাহ আলমের কাছে বিতর্কের বিষয় সম্পর্কে কথা বলতে গেলে তিনি আইনজীবীদের দিকে চেয়ার উঁচু করে তেড়ে আসেন। এসময় উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়’।

এ ঘটনার পর জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে কম বেশী উত্তেজনা রয়েছে। তবে কোন পক্ষই এ ঘটনায় মামলা করেননি।

The post মামলার শুনানীতে কটূ বাক্য: সাতক্ষীরায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি লাঞ্ছিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vlFXze

No comments:

Post a Comment