Monday, April 26, 2021

 সংবাদ প্রকাশের কারণে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন: আর্টিকেল নাইনটিন https://ift.tt/eA8V8J

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মতপ্রকাশের কারণে দেশজুড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যাপকহারে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।

বিতর্কিত এই আইনের জাতাকলে পিষ্ট মতপ্রকাশের স্বাধীনতা। আর্টিকেল নাইনটিন নিয়মিত গণমাধ‌্যম ও নিজস্ব উৎস থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তথ‌্য সংগ্রহ করে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত  এই তিন মাসে স্বাধীন মতপ্রকাশের কারণে মোট ৩৮ টি মামলা হয়েছে। এর মামলায় সাংবাদিক আছেন ৫ জন।

সম্প্রতি অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশ করায় ‘আমার হবিগঞ্জ’ পত্রিকা অফিসে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের  বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এছাড়া খুলনায় মেয়রকে নিয়ে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করা এবং রংপুরে ফেসবুকে স্ট‌্যাটাস দেওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন দুই সিটি করপোরেশনের মেয়র। খুলনার সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তারও করা হয়েছে।

আর্টিকেল নাইনটিন এসব গ্রেপ্তার, হামলা ও মামলার ঘটনায় তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে গ্রেপ্তার করা সাংবাদিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী জানান।

প্রেস বিজ্ঞপ্তি

The post  সংবাদ প্রকাশের কারণে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন: আর্টিকেল নাইনটিন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gG2geD

No comments:

Post a Comment