Sunday, April 25, 2021

জাতীয় পুষ্টি সপ্তাহ, কলারোয়ায় সুবিধাবঞ্চিতদের পুষ্টিকর খাদ্যদ্রব্য দিলো স্বাস্থ্য বিভাগ https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ: ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ নিলো কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ করেছে স্বাস্থ্য
কমপ্লেক্স কর্তৃপক্ষ।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে প্যাকেটভর্তি পুষ্টিকর বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

৮০জন মানুষের মাঝে প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, আলু ৪ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, পেয়াজ ১ কেজি ও সাবান ১পিচ করে প্রদান করা হয়।

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’- শীর্ষক প্রতিপাদ্যে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে উপস্থিতিদের সুষম খাবারের উপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা।

তারা বলেন, ‘প্রত্যেককে সুষম খাবারের মধ্যে ভাত-আলু-ডাল-তেল, তরিতরকারিসহ খাবারসমৃদ্ধ তাপ ও শক্তিদায়ক খাবার, মাছ-মাংস-ডিম-দুধ ইত্যাদি সমৃদ্ধ
ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার এবং বিভিন্ন ফলমূল-সবজি সমৃদ্ধ রোগ প্রতিরোধক খাবার নিয়মিত গ্রহণ করা উচিত। করোনাকালীন সময়ে পুষ্টিকর খাবার
গ্রহণের কোন বিকল্প নেই। সুতরাং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সীমাবদ্ধতার মাঝেও পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।’

পুষ্টিকর খাদ্য গ্রহনের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণের আহবান জানানো হয়।

পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, হাসপাতালের
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার
অহিদুজ্জামান, প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, গোলাম সরোয়ার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই)
রেজোয়ান উল্যাহসহ সংশ্লিষ্টরা।

The post জাতীয় পুষ্টি সপ্তাহ, কলারোয়ায় সুবিধাবঞ্চিতদের পুষ্টিকর খাদ্যদ্রব্য দিলো স্বাস্থ্য বিভাগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2QWUOB2

No comments:

Post a Comment