আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় মৎস্য ঘেরের দখল নিয়ে হামলায় গৃহবধুসহ ৩জন আহত হয়েছেন। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
উপজেলার নয়াখালী গ্রামের মৃত তফিল উদ্দীন পাড়ের পুত্র মালেক পাড় কানাখালী বিলে পৈত্রিক ও খরিদা সূত্রে ৫ বিঘা জমিতে মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। একই গ্রামের আব্দুস সামাদ পাড়ের নেতৃত্বে মৎস্যঘের জবর দখলের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করলে থানায় ১৯-৩-২১ তারিখে ৮০৬ নং জিডি করেন মালেক পাড়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঘের জবর দখল করতে গেলে বাধা দিলে মালেক পাড়, পুত্র মিজানুর ও পুত্রবধু নাছরিন (স্বামী নুরুজ্জামান) কে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত মিজানুর ও পুত্রবধু নাছরিনকে হাসপাতাল ভর্তি করা হয়। ইউপি সদস্য ও আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া জানান, আমি ইউপি সদস্য হিসেবে ২০১৯ সালে তাদের বিরোধ নিয়ে শালিস করেছিলাম এবং উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা হয়েছিল। পরবর্তীত ঘের দখলের ঘটনা আমার অজান্তে হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
The post আশাশুনির আনুলিয়ায় মাছের ঘের দখল নিয়ে হামলায় আহত ৩ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vfADx3
No comments:
Post a Comment