Wednesday, April 21, 2021

বেনাপোল বন্দরে ৫শ’ টন তরল অক্সিজেন আমদানি https://ift.tt/eA8V8J

এমএ রহিম, বেনাপোল (যশোর): বিশ্বব্যাপী বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশ ও ভারতে করোনা সংক্রামন ছড়িয়ে পড়েছে। এসময়ে অক্সিজেন (গ্যাসের) চাহিদা বাড়ছে। ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে ট্যাংক ভর্তি তরল অক্সিজেন। গত এক সপ্তাহে এসেছে ৫শ’ মে:টন গ্যাস। যার প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ ডলার।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গত ৭দিনে এসেছে ২৯ ট্যাংকারে ৪৯৮ টন ৮৪০ কেজি অক্সিজেন। ১৩ এপ্রিল থেকে শুরু হয় আমদানি।
বেনাপোল স্থলবন্দর পরিদর্শক ট্রাফিক একেএম সাইফ উদ্দিন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে তরল অক্সিজেনের চালান লোড আনলোড করা হচ্ছে। পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। যার আমদানী কারক পিওর অক্সিজেন, ইসলাম অক্সিজেন, লিনতে বিডি, স্পেক্ট্রা অক্সিজেন। ৫শ’ টন অক্সিজেনের খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

The post বেনাপোল বন্দরে ৫শ’ টন তরল অক্সিজেন আমদানি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3v9R3ae

No comments:

Post a Comment