Wednesday, April 21, 2021

রোজার বিধান প্রবর্তনের হিকমত https://ift.tt/eA8V8J

মাওলানা মো: ওবায়দুল্লাহ
(৯ম রোজা….)
ইসলামী শরীয়তে রোজার বিধান প্রবর্তনের পেছনে বহু যৌক্তিকতা, উপকারিতা ও অন্তর্নিহিত তাৎপর্য বিদ্যমান আছে। রোজার বিধানে যে সকল মানব কল্যাণমুখী হিকমত জড়িত সেই সকল বিষয়গুলো এই সংক্ষিপ্ত প্রবন্ধে আমরা উল্লেখ করবো।
রোজার বিধান প্রবর্তনের হিকমত: ১. রোজার মাধ্যমে তাকওয়া ও আল্লাহ ভীতি অর্জিত হয়। ২. রোজা হলো মহান প্রভুর নৈকট্য ও সন্তুষ্টি লাভের মাধ্যম। ৩. রোজার মাধ্যমে অফুরন্ত রহমত লাভ করা যায়। ৪. রোজা জাহান্নাম থেকে মুক্তির এক বিরাট মাধ্যম। ৫. রোজার দ্বারা ব্যক্তির চরিত্র বিধ্বংসী কুপ্রবৃত্তি দমন হয়। ৬. রোজার দ্বারা ব্যক্তির চক্ষু, কর্ণ, জিহ্বা ও লজ্জাস্থান প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের অতিরিক্ত চাহিদা অবদমিত হয়। ৭. রোজার মাধ্যমে ব্যক্তি কুপ্রবৃত্তি ও প্রলোভনের ওপর জয়ী হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হয়। ৮. রোজার দ্বারা অন্তরের যাবতীয় মলীনতা ও কুটিলতা দূর হয়। ৯. রোজা ব্যক্তিকে যাবতীয় অবাঞ্ছিত কাজ হতে বিরত থাকতে অভ্যস্ত করে তোলে। ১০. রোজা শয়তানের আক্রমণ প্রতিহত করার শ্রেষ্ঠ হাতিয়ার।

১১. রোজার কারণে ক্ষুধার অনুভূতি ধনীর অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রকে সাহায্য করার মানুসিকতা সৃষ্টি করে।

১২. রোজার মাধ্যমে ক্ষুধার তীব্র পীড়নে জর্জরিত গরিবদের প্রতি ধনীদের অন্তরে বেদনার অনুভূতি জাগ্রত হয়। ১৩. রোজা পালনের মাধ্যমে অতীতের ছগীরা গুনাহ সমুহ ক্ষমা পাওয়া যায়। (১৪) রোজা বিশ্ব মুসলিম সমাজে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও ভালোবাসার সৃষ্টি করে। ১৫. রোজার মাধ্যমে আত্মশুদ্ধি, ধৈর্য, সহিষ্ণুতা ও ন¤্র স্বভাবের গুনে গুণান্বিত হওয়া যায়। ১৬. রমজান হলো কুরআন নাজিলের মাস একারণে রোজা প্রতিপালনের সাথে সাথে কুরআনের আলোকে সমাজ বিনির্মাণের প্রেরণা যোগায় পবিত্র মাহে রমজান। ১৭. রোজা জান্নাতে প্রবেশের এক উত্তম মাধ্যম। ১৮. ¯্রষ্টার সান্নিধ্য লাভের এক বিরাট মাধ্যম হলো রোজা। ১৯. রোজা মানুষকে পাপাচার ও অবাঞ্ছিত কাজ হতে বিরত রাখে। ২০. রোজা ব্যক্তিকে ¯্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে অনুপ্রাণিত করে। ২১. চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রোজা বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস ও শারীরিক সুস্থতা আনয়ন করে। ২২. রোজা মানুসিক প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম। ২৩. সর্বোপরি, রোজাই মানুষকে আল্লাহ ও বান্দার অধিকার আদায়ে সচেষ্ট ও যোগ্য করে তোলে। সুত্র: আল কুরআন, সুরাহ বাকারা: ১৮৩-১৮৭; মিরকাতুল মাফা’তীহু: ৪/৩৮৫-৫২২। বুখারি ও মুসলিম শরিফে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে রোজাদার ব্যক্তি বিশেষ মর্যাদার কারণে জান্নাতের স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করবে। যেমন- “হযরত সাহল ইবনে সা’দ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের আটটি দরজা রয়েছে। তন্মধ্যে একটি দরজার নাম রাইয়ান। ঐ দরজা দিয়ে রোজাদার ব্যতিত কেউ প্রবেশ করতে পারবে না।” সুত্র: বুখারি ও মুসলিম, মেশকাত: ১৮৬১। লেখক: ইসলামী গবেষক ও প্রাবন্ধিক

The post রোজার বিধান প্রবর্তনের হিকমত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3syefNS

No comments:

Post a Comment